BLANTERTOKOSIDEv102
6217215329334371520

আমাদের নিয়মাবলী এবং শর্তাবলী

 আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নীতিমালার আওতায়, "বাংলা ফন্ট ফাউন্ড্রি" কর্তৃক প্রস্তুতকৃত সকল ধরনের রিসোর্স সমূহ(ফন্ট, গ্রাফিক টুলস/এলিমেন্টস, অন্যান্য কন্টেন্ট) এবং "বাংলা ফন্ট ফাউন্ড্রি" ওয়েবসাইটে উল্লিখিত সকল সেবা ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারকারীগণকে নিম্নবর্ণিত শর্তাবলি বাধ্যতামূলকভাবে পালন করিতে হইবে। শর্তাবলির কোন অংশে আপত্তি থাকিলে, সংশ্লিষ্ট ব্যবহারকারীগণ উক্ত সেবা গ্রহণ হইতে বিরত থাকিবেন অথবা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিবেন। অন্যথায় "বাংলা ফন্ট ফাউন্ড্রি" কতৃপক্ষ প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে।
 কপিরাইট ও লাইসেন্স সংক্রান্ত বিধি ও নীতিমালাঃ
 ‎০১. আমাদের রিসোর্স ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীগণ রিসোর্স সমূহের উপর কোনরূপ স্থায়ী মালিকানা লাভ করিতেছেন না; বরং সীমিত পরিসরের একটি অ-হস্তান্তরযোগ্য লাইসেন্স প্রাপ্ত হইতেছেন। সুতরাং, আমাদের কোনো রিসোর্সের মালিকানা পরিবর্তন করা যাইবে না। আমাদের সকল রিসোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নীতিমালা অনুসরণ করিয়া কপিরাইটের মাধ্যমে লাইসেন্সকৃত।
 ‎০২. উক্ত লাইসেন্সের আওতায়, ব্যবহারকারীগণ ফন্টসমূহ ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রকল্পে ব্যবহার করিতে পারিবেন, তবে নিচে বর্ণিত নিষেধাজ্ঞার শর্তেঃ
 •আমাদের রিসোর্স ব্যবহার করিয়া প্রণীত ডিজাইনসমূহে "বাংলা ফন্ট ফাউন্ড্রি" -এর অবদান উল্লেখ করিতে পারিবেন, তবে উহা ঐচ্ছিক। উক্ত স্বীকৃতি প্রদান না করিলেও, "বাংলা ফন্ট ফাউন্ড্রি" উক্ত ডিজাইনকে তাহার বিপণন বা প্রমোশনাল কন্টেন্টে ব্যবহার করিবার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
 •টেলিভিশন চ্যানেল, চলচ্চিত্র, ব্র্যান্ডিং, সংবাদপত্র ইত্যাদি উচ্চতর মানসম্পন্ন প্রকল্পে রিসোর্স ব্যবহার পূর্বে লিখিত অনুমতি গ্রহণ করা আবশ্যক।
 •কেবলমাত্র ফ্রি ফন্ট ওয়েবফন্ট রূপে ব্যবহারের অনুমতি প্রযোজ্য। আমাদিগের কোনো প্রিমিয়াম ফন্ট ওয়েবফন্ট রূপে ব্যবহার করা যাইবে না। আমাদের ফ্রি ও প্রিমিয়াম উভয় ফন্ট কোনো মাধ্যমে বিতরণ করা যাইবে না। যে বা যাহারা কমার্সিয়াল ফন্ট ক্রয় করিবেন তাহারা চাইলে কোনোকিছু পরিবর্তন না করিয়া উহা আবার বিক্রয় করিতে পারেন তবে এই বিক্রির অনুমতি কেবলমাত্র কমার্সিয়াল তথা ব্যক্তিগত ফন্টের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে প্রযোজ্য।
 ০৩.নিষিদ্ধ কার্যাবলির তালিকাঃ
 •কোনো রিসোর্স ফাইল (ttf/otf/pdf/png/plp/psd/mp3/mp4/zip) পুনরায় বিতরণ, বিক্রয় বা প্রকাশ করিয়া তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
 •ফন্টের বা অন্যান্য কোনো রিসোর্সের নাম, স্ট্রাকচার, মেটাডেটা ইত্যাদিতে কোনরূপ পরিবর্তন সাধন করিয়া তাহা ব্যক্তিগত সৃষ্টি বলিয়া প্রচার করা দণ্ডনীয় অপরাধ।
 •অনুমতি ব্যতীত ওয়েবসাইটে প্রকাশিত কন্টেন্ট, ডিজাইন বা যেকোনো রিসোর্স কোনো ওয়েবসাইট অথবা অন্যান্য মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাইবে না।
 •"বাংলা ফন্ট ফাউন্ড্রি" -এর ভাবমূর্তি বা নীতিবোধের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডে "বাংলা ফন্ট ফাউন্ড্রি" -এর নাম, লোগো বা ওয়েবসাইটের ব্যবহার নিষিদ্ধ।
 •তথ্য চুরি, অবৈধ প্রবেশ, ডেটা হ্যাকিং, ওয়েবসাইটের কোনো প্রকার অননুমোদিত ব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ সংঘটিত করিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
 •"বাংলা ফন্ট ফাউন্ড্রি" -এর নিরাপত্তাজনিত কারণে কোন কোন স্থানে প্রবেশাধিকারে সীমাবদ্ধতা রহিয়াছে। "বাংলা ফন্ট ফাউন্ড্রি" যখন ইচ্ছা তখন প্রবেশাধিকার বাতিল বা স্থগিত করিবার অধিকার সংরক্ষণ করে।
 •আমাদিগের যেকোনো রিসোর্স কোনো ট্রেডিং জুয়ার প্রতিষ্ঠানের যেকোনো কন্টেন্টে কিংবা Lesbian, Gay, Bisexual, Transgender, and Queer(LGBTQ) অর্থাৎ সমকামীতা সমর্থন করে এমন কোনো কন্টেন্টে ব্যবহার করা যাইবে না।
 •কোনো ধর্ম বা সমাজ, জাত, গোত্র, স্থান, কাল, চরিত্র কে হেয় প্রতিপন্নকরা কোনো ডিজাইনে "বাংলা ফন্ট ফাউন্ড্রি" -এর রিসোর্স ব্যবহার করা যাইবে না। বিশেষ করিয়া কোনো হারাম বা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কাজে আমাদের যেকোনো ফন্ট বা রিসোর্স ব্যবহার করা যাইবে না।
 -পরিবর্তন ও পরিমার্জন সংক্রান্ত বিধিঃ
 ‎বাংলাগ্রাফি এই সকল শর্তাবলিগুলিকে যে কোনো সময়, পূর্বে কোনো ঘোষণা প্রদানকৃত সকল নিয়মাবলি সংশোধন, পরিবর্ধন বা হালনাগাদ করিবার অধিকার সংরক্ষণ করে। ব্যবহারকারীগণকে নিয়মিতভাবে ওয়েবসাইট পরিদর্শনের মাধ্যমে হালনাগাদ শর্তাবলির সঙ্গে অবগত থাকিবার জন্য অনুরোধ জানানো হইল। ফি-আমানিল্লাহ্।
©সকল লেখস্বত, গ্রহস্বত ও গ্রন্থস্বত ‎বাংলা ফন্ট ফাউন্ড্রি গ্রহণ ও সংরক্ষণ করে।