
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রশিল্পী এবং ক্যালিগ্রাফার কাইয়ুম চৌধুরী এর অমর হস্তাক্ষরের আদলে শিলালিপি ফন্ট ফাউন্ড্রি কর্তৃক কাইয়ুম স্মৃতি ফন্টটি নির্মাণ করা হয়েছে। কাইয়ুম চৌধুরী এর হস্তাক্ষরকে এক অসাধারণ শৈল্পিক নিদর্শন হিসেবে বলা হয়। তার মৃত্যুর পরেও তার অমর হস্তাক্ষরকে বাঁচিয়ে রাখতে এই অসাধারণ উদ্যোগটি নেয়া হয়েছে। তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে ফন্টটি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

ফন্টের বিবরণ
শিলালিপি কাইয়ুম স্মৃতি
- নকশাকার : শিলালিপি ফন্ট ফাউন্ড্রি
- বিকাশকারী : শিলালিপি ফন্ট ফাউন্ড্রি
- ধরণ : ইউনিকোড
- রূপ : ৩ টি
- বর্ণের ভাষা : বাংলা এবং ইংরেজি
- প্রকাশকাল : ১৫ জুলাই, বৃহস্পতিবার, ২০২১
- মোট ডাউনলোড : ৪৫,৭৪৫ বার
সতর্কীকরণ : আপনি টাইপোবাজের ফন্ট যেকোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। ফন্টের নাম, তথ্য ইত্যাদি বিষয় পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি হিসেবে প্রকাশ করতে পারবেন না।
অন্যথায় টাইপোবাজ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।